সিরাজগঞ্জে শ্বশুর হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজীপুরে শ্বশুর হত্যার দায়ে জামাই আবু বক্কারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, উপজেলার কুনকুনিয়া গ্রামের ববিতা খাতুনের স্বামী আসামি আবু বক্কার। ২০১২ সালের ২০ মার্চ সন্ধ্যায় মরিচের ক্ষেত কেনার কথা বলে শ্বশুরকে নিয়ে যান আবু বক্কার। সেখানে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় জামাই। ওই দিন রাতেই পাশের ভুট্টাক্ষেত থেকে সোলায়মানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই সাহার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।