সিরাজগঞ্জ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
- আপডেট সময় : ১২:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলংগায় পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম ও এক ভ্যানচালক নিহত হয়েছে। আহত হয়েছে ভ্যানযাত্রী। নিহত ভ্যানচালক ইসমাইল হোসেন রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়ার বাসিন্দা। সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাকোনায় ঢাকাগামী দ্রুতগতির ট্রাক একটি অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেন মারা যায়। অপরদিকে গেলরাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া রইহাটি এলাকায় নাটোরমুখী একটি মাইক্রোবাসের ধাক্কায় কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম পাষান আলী গুরুতর আহত হলে চিকিৎসার জন্য বগুড়ায় নেয়ার পথেই মারা যায়।
এদিকে, নাটোরের আহম্মদপুরে দুটি ট্রাকের সংঘর্ষে শরিফুল ইসলাম নামে এক ট্রাক-হেলপার নিহত হয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহম্মদপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোবাইলপাড়া গ্রামের লোকমান মণ্ডলের ছেলে।