সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও শিবিরের সভাপতিসহ ১৫ নেতাকর্মী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
নাশকতার পরিকল্পনার অভিযোগে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও শিবিরের সভাপতিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল রাতে পৌর এলাকার কাজিপুর মোড়ের দারুল ইসলাম একাডেমি থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানায়, ‘নাশকতার উদ্দেশে তারা গোপন সভায় জড়ো হয়। অভিযানের সময় ১০টি ককটেল, ৫টি মোটরসাইকেল ও ১০টি মোবাইল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে সকালে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। নাশকতা ও বিস্ফোরক দ্রব্যের আইনে মামলার পর আসামীদের জেলা কারাগারে পাঠানো হয়।