সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
- আপডেট সময় : ০৭:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ ৫ জন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজারে দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে । আহত হয়েছে ১ জন। দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী তুলা বোঝাই ট্রাক সীমান্ত বাজার এলাকায় কড্ডাগামী আরেকটি ইট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইটের ট্রাকের চালক-হেলপার নিহত হয় এবং আরও ২ জন আহত হয়।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রনি হোসেন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। পুলিশ জানায়, মোটরসাইকেল ভাড়া করে মঙ্গলবার বন্ধুর সাথে রনি শৈলকুপা থেকে লাঙ্গলবাঁধ বাজারে যাচ্ছিল। কাশিনাথপুর এলাকায় পৌঁছুলে অপরদিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে রনি গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতাল ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তায় সড়ক দুর্ঘটনায় রিয়াজ নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। মহাসড়কের পাশে দুর্ঘটনা কবলিত ট্রাকটি দাঁড়িয়ে ছিল। চট্টগ্রামগামী একটি কভার্ডভ্যান পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। আহত ট্রাক হেলপার রিয়াজকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঘোষনা করেন।