সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের প্রচার প্রচারণা আজ শেষ হচ্ছে
- আপডেট সময় : ০২:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের প্রচার প্রচারণা আজ শেষ হচ্ছে। শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত বড় দুই দলের নেতাকর্মীরা তবে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে প্রচারণারয় বাধা দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর।
এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতির কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা। সিরাজগঞ্জ সদর ও কাজিপুরের মোট ১৭টি ইউনিয়ন, ১টি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। ১২ই নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে আসনটির উপ-নির্বাচন। আজ রাত ১০টায় শেষ হচ্ছে নির্বাচনের প্রচার-প্রচারণা। ১২ নভেম্বর ইভিএমের মাধ্যমে এখানে ভোট গ্রহণ করবে ইসি। প্রতীক বরাদ্দ পেয়েই স্থানীয় ও কেন্দ্রীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগে নেমেছে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয়। এদিকে, হামলার কারনে মাঠে থাকতে পারছেন না বলে অভিযোগ করেছেন, বিএনপি’র প্রার্থী সেলিম রেজা। আগামী বৃহস্পতিবার মোট তিন লাখ ৬৪ হাজার ৭৬৪জন পুরুষ ও নারী ১৭১টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।