সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ১৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
- আপডেট সময় : ০২:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ চলছে।
নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপি থেকে সেলিম রেজা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। উপজেলার মোট ১৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আসনটিতে এবারই প্রথম ইভিএম ব্যবহার করা হচ্ছে। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৪ হাজার ৭৬৪ জন। এদিকে, কাজিপুর উপজেলার বেড়িপোটল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে ৯টায় ভোট প্রদান করেন আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয়। অন্যদিকে বিএনপি প্রার্থী সেলিম সকাল ১১টায় তালিডাঙ্গা বেগম বশীরুন্নেছা বি,বি,এন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট প্রদান করেন। গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এই আসনটি শুন্য হয়।