সিরিআর ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে এসি মিলান ও ইন্টার মিলান
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ইতালিয়ান সিরিআর ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে দুই জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলান। রাত সড়ে দশটায় এসি মিলানের প্রতিপক্ষ সাসৌলো। আর ক্রেমোনেসের বিপক্ষে রাত পৌনে একটায় মাঠে নামবে ইন্টার মিলান।
টানা দুই জয়ে মৌসুমে উড়ন্ত সূচনা করে ইন্টার মিলান। তবে, লাজিওর বিপক্ষে লিগের তৃতীয় ম্যাচ হেরে কিছুটা চাপে মিলানের ক্লাবটি। লিগে এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে ইন্টার। ফলে, লিগে নিজেদের অবস্থান শক্ত করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই সিমোন ইনজাঘির শিষ্যরা। প্রতিপক্ষ তুলনামুলক সহজ হলেও পূর্ন শক্তির দল নিয়ে মাঠে নামবে ইন্টার। অন্যদিকে ৩ ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে এসি মিলান। এ ম্যাচ জিতে টেবিলের শীর্ষস্থান দখল করতে মাঠে নামবে স্টেফানো পিওলির শিষ্যরা।