সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০২:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে টাইগারদের দেয়া ২৭২ রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিকরা। শেষ খবর পর্যন্ত কিউইদের সংগ্রহ ৪ উইকেটে ২১০ রান। এর আগে তামিম-মিথুনের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। সর্বোচ্চ ৭৮ রান তামিমের। মিথুন অপরাজিত থাকেন ৭৩ রানে।প্রথম বাংলাদেশী হিসেবে ৫০তম ফিফটির মাইলফলকে তামিম।
কথায় আছে ক্যাচ মিস মানে ম্যাচ মিস। বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে যেন তারই প্রতিচ্ছ্ববি। প্রথম মুশফিক–খানেই বাদেই শেখ মেহেদী। সেঞ্চুরিয়ান লাথামকে যখন এভাবে জীবন উপহার দিয়েছিলেন মেহেদী তখনও জয় থেকে ৯১ রান দূরে নিউজিল্যান্ড। তবে, জীবন পেয়ে ফায়দা নিতে ভুল করেননি লাথাম। ৫ উইকেটে হেরে এক ম্যাচ রেকে সিরিজ খুইয়ে যার খেসারত দিলো বাংলাদেশ।
অথচ ২৭২ রানেট টার্গেট দিয়ে কি শুরুটাই না করেছিলো বাংলাদেশ। দলীয় ৫৩ রানে তিন কিউই ব্যাটসম্যানকে ফিরিয়ে। মোস্তাফিজের পর শেখ মেহেদীর জোড়া আঘাত।
তবে, পরের সময়টা শুধুই নিউজিল্যান্ডের। টম লাথাম ও ডেভন কনওয়ের ১১৩ রানের জুটি। যা ম্যাচের পার্থক্য গড়েদিয়েছে।
৭২ রানে কনওয়ের বিদায়ে আশা জেগেছিলো। কিন্তু ক্যাচ মিসের মহড়ায় সবই যেন ধুলিশাৎ। সুযোগ পেয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন টম লাথাম। ১১০ রানে
সিরিজের টিকে থামার মিশন। দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি টিম বাংলাদেশ। ক্রাইটসচার্চের হ্যাগলি ওভালে টস হেরে ব্যাটিংয়ে তামিমদের দল।
ভেন্যুর বদলেও ভাগ্য বদলাতে পারেনি লিটন কুমার দাস। দ্বিতীয় ওভারে কোন রান না করেই ফিরেছেন সাজঘরে।
দ্বিতীয় উইকেটে বিপর্যয় কাটায় বাংলাদেশ। ৮১ রানের প্রতিরোধ তামিম-সৌম্য’র। তবে, সেট হয়েও উইকেট বিলিয়ে দেয়ার যে অনন্যা নজির সেটা এই ম্যাচেও রাখলেন সৌম্য সরকার। ৩২ শে আউট হয়ে।
অবিচল ছিলেন তামিম। প্রথম বাংলাদেশী হিসেবে ক্যারিয়ারের ৫০তম ফিফটিতে। তবে, বাংলাদেশ যখন আশায় বুক বাঁধছে। তখন আবারও হোঁচট। ৭৮-রে রান আউটে কাটা পড়লেন তামিম ইকবাল।
চতুর্থ ও পঞ্চম উইকেটে মুশফিক-মাহমুদউল্লাহর সঙ্গে জুটি বেঁধে লড়াই করেছেন মোহাম্মদ মিথুন। ৩৪ শে মুশফিক আর দ্রুত রান তুলতে গিয়ে ১৬ রানে থেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরই মাঝে ক্যারিয়ারের ৬ষ্ঠ অর্ধশতক তুলে নেন মিথুন।
মাহমুদউল্লাহ’র পথে হেঁটেছেন শেখ মেহেদীও। তবে, চেষ্টায় দলকে কক্ষ পথে রেখেছেন মিথুন। তার ক্যারিয়ার সেরা ৭৩ রানে ৬ উইকেটে ২৭১ রানের পুঁজি পায় বাংলাদেশ।
চ্যালেজিং স্কোরের প্রতিশ্রুতি দিয়ে কথা রাখলেন ব্যাটসম্যানরা। এখন বোলারদের শক্তিমত্তা দেখার অপেক্ষা।