সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। টাউনস ভিলে ম্যাচটি শুরু হবে বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে।
দীর্ঘ বিরতির পর ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে দারুন শুরু করেছে অজিরা। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে অ্যারন ফিঞ্চের দল। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চত করতে চায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ইনজুরির কারনে এই ম্যাচে দেখা যাবে না মিচেল মার্শকে। অন্যদিকে টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচ হারতে হয়েছে জিম্বাবুয়েকে। সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের।