সিরিজের পঞ্চম টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাত ম্যাচ সিরিজের পঞ্চম টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
পাকিস্তান প্রত্যাবর্তন স্মরনীয় করতে সিরিজ জিততে মরিয়া ইংল্যান্ড। তবে শেষ ম্যাচের হার কিছুটা চাপে রাখবে ইংলিশদের। ব্যাটারদের দারুন ফর্ম ইংল্যান্ডের স্বস্তির জায়গা। অন্যদিকে ঘরের মাঠে সিরিজ জয়ের মিশনে এ ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে যেতে চায় পাকিস্তান। শেষ ম্যাচের শ্বাসদ্ধকর জয়ে দারুন উচ্ছসিত পাকিস্তান দল। দলের বোলিং পারফরমেন্স বরাবরের মতোই দলের শক্তির জায়গা। আর ব্যাটিংয়ে পাকিস্তানের ভরসার জায়গা দুই ওপেনার বাবর-রিজওয়ান। তবে পাকিস্তানের চিন্তার জায়গা মিডল ওর্ডার। বার বার ব্যর্থ খুশদিল-ইফতেখাররা।