সিরিজের শেষ ওয়ানডেতে কাল মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
কাল আবারও মাঠে নামছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ২০ মিনিটে।
বিপরীত মেরুতে অবস্থান দু’দলের। এক দল হোয়াইটওয়াশ করতে আরেক দল মাঠে নামবে হোয়াইটওয়াশ এড়াতে। টানা দুই জয়ে যেখানে আগেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া সেখানে মান বাঁচানোর মিশন নিউজিল্যান্ডের। জিতলেও টপ ওর্ডারের ব্যর্থতা কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে অজিদের। শেষ দুই ম্যাচে বড় স্কোর করতে না পারার আক্ষেপ অজি ব্যাটাররাদের। যদিও ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথরা যে কোন বিচারে কার্যকরী। বোলিংয়েও মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডদের উপর আস্থা অস্ট্রেলিয়ার। অন্যদিকে সিরিজ হারলেও মান বাঁচানোর ম্যাচে জিততে মারিয়া নিউজিল্যান্ড।