সিরিয়ার আফরিন শহরে তেলের ট্যাংকারে বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সেনাদের নিয়ন্ত্রিত আফরিন শহরে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশত ।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেলে একটি বাজারের মধ্য দিয়ে আসার সময় তেলের ওই ট্যাংকারে গ্রেনেড ছুড়ে মারলে তা বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এ নৃশংস হামলার জন্য কুর্দি বিদ্রোহীগোষ্ঠী ওয়াইপিজিকে দায়ী করেছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও ১১টি শিশু রয়েছে। বিস্ফোরণে ৪৭ ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।