সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৪ তুর্কি সেনা নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৪ তুর্কি সেনা নিহত হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব প্রদেশে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহত হয়েছে। এদিকে, এই হামলার পর সিরীয় সরকারি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ন্যাটোর মিত্র তুরস্কের পাশে থাকার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর আগে তুরস্কের হাতাই প্রদেশের গর্ভনর জানিয়েছিলেন, অন্তত ২২ সেনা নিহত হয়েছে। হামলার পর আঙ্কারায় মন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।