সিরিয়ার রাজধানী দামেস্ক ও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
সিরিয়ার রাজধানী দামেস্ক ও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় দু’জন নিহত হয়েছে।
হামলার কথা স্বীকার করে এ তথ্য জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সোমবার সিরিয়ার ইসলামিক জিহাদের এক বিবৃতিতে বলা হয়, তাদের দুই সদস্য রোববার রাতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে। ইসরায়েল দাবি, গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের পর তারা দামেস্কের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। এর আগে, রোববার সকালে গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করা হয়। তবে ওই রকেট হামলায় ইসরায়েলে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ইসরায়েল গাজা ভূখণ্ডের সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে ইসলামিক জিহাদের এক সদস্যকে হত্যার পর এ ঘটনার সূত্রপাত হয়।