সিরি আ লিগে রাতে ফিওরেন্তিনার মুখোমুখি হবে রোমা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সিরি আ লিগে রাতে ফিওরেন্তিনার মুখোমুখি হবে রোমা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।
দাপুটে জয়ে টেবিলের চারে আছে রোমাও। মৌসুমে সংগ্রাম করতে থাকা ফিওরেন্তিনার বিপক্ষে সহজ জয়ের খোঁজে থাকবে তারা। অবশ্য দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই স্প্যালকে ৩-১ গোলে হারিয়েছিল ইয়েলো-রেডরা। কিন্তু এ ম্যাচে ফিরছেন ইনফর্ম ক্রিস স্মলিং ও জিয়ানলুসা মানচিনি। তবে, অনেকটাই অনিশ্চিত ক্লুইভার্টের খেলা। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করার দৌড়ে, লিগের এই মুহূর্তে প্রতিটি ম্যাচকেই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে ফন্সেকার দল।