সিলেটের চা শ্রমিকদের মাঝে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে করোনা
- আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সিলেটের চা শ্রমিকদের মাঝে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে করোনা। উপসর্গ নিয়েই বাগানগুলোতে কাজ করছে শ্রমিকরা। যথাযথ চিকিৎসা না পেয়ে মারাও যাচ্ছে অনেকে। শ্রমিকদের টেস্ট করানোর কোন পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। এখনই গুরুত্ব না দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শংকা বিশেষজ্ঞদের।
সিলেটের ২২টি চা বাগানে প্রায় অর্ধলক্ষ শ্রমিক পরিবার নিয়ে বসবাস করে। শহরের আশেপাশেই রয়েছে আটটি বাগান। গত বছর বাগানে করোনার প্রভাব দেখা যায়নি। এবার ছড়াতে শুরু করেছে এই প্রানঘাতী ভাইরাস। বাংলা মদে আসক্ত ও পুষ্টিহীনতায় ভোগা চা-শ্রমিকদের অনেকেই সাধারণ জ্বর-সর্দিতেই মারা যাচ্ছে।
উপসর্গ থাকলেও করোনা পরীক্ষা করাচ্ছেনা তারা। তাদের একদিনের মজুরির সমান পরীক্ষা খরচ লাগে। এছাড়া, একদিন কাজ বন্ধ রেখে টেস্ট করানোর মতো সচেতন নয় তারা। গত বছর করোনা সংক্রমণের শুরুর দিকে শ্রমিকদের মাঝে দুয়েকবার মাস্ক বিতরণ করেছে বাগান কর্তৃপক্ষ। পরে তা বন্ধ হয়ে গেছে।
বাগানের ছোট্ট চিকিৎসা কেন্দ্রে শুধু সাধারন রোগের ওষুধ পাওয়া যায়। বাগানের ভেতরে টেস্টের ব্যবস্থা করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘনবসতিপূর্ণ বাগানে একবার করোনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশংকা করছে স্বেচ্ছাসেবীরা। চা-শ্রমিকেদের জন্য বাগানের ভেতরে সরকারি স্কুলকে আইসোলেশন সেন্টার ও গণটিকার ব্যবস্থা করার দাবি জানিয়েছে সচেতন মহল।