সিলেটের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুলবুল হত্যা মামলায় গ্রেফতার ৩
- আপডেট সময় : ০৪:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বুলবুল হত্যা মামলায় জড়িত সন্দেহে ৩ জন বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। অভিযানে আটক কামরুলের বাসা থেকে মোবাইল ও রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুরো ক্যাম্পাসে সিসিটিভি স্থাপনের কথা জানান ভিসি।
বুলবুল হত্যা মামলায় আটক কামরুল ইসলামের বাড়ি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পেছনের টিলাগাঁও এলাকায়। পেশায় রাজমিস্ত্রি। কামরুলের বাড়ি থেকে মোবাইল ফোন ও রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়। এই ছুরি দিয়েই বুলবুলকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশার উত্তর আজবাহার আলী শেখ জানান, জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে কামরুল। আরো আলামত ও তথ্য সংগ্রহে তাকে সঙ্গে নিয়েই অভিযান।
হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জালালাবাদ থানায় মামলা করেন। শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আক্তারুল ইসলামকে আহ্বায়ক করে ৫ জনের তদন্ত কমিটি করা হয়েছে মঙ্গলবার। হত্যার সময় উপস্থিত বুলবুলের সহপাঠীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার নিরাপত্তার স্বার্থে সিটিটিভি স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ভিসি।
খুনের সঙ্গে জড়িত সন্দেহে আরো দুজন বহিরাগত গ্রেফতার হয়েছে।