সিলেটের রায়হান হত্যা মামলায় পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসের ৫ দিনের রিমান্ড
- আপডেট সময় : ০৬:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিলেটের রায়হান হত্যা মামলায় গ্রেফতার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এদিকে, আজ রায়হানের বাড়ি গিয়ে স্বজনদের সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় ন্যায়বিচারের আশ্বাস দেন তিনি। অন্যদিকে, অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটের ব্যবসায়ীরা।
ঘটনার ৯ দিন পর প্রথম গ্রেফতার হয় ফাঁড়ির কনস্টেবল টিটু চন্দ্র দাস। সিলেট পুলিশ লাইন থেকে তাকে গ্রেফতার করেছে তদন্ত দল পিবিআই। এরপর সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এসময় বরখাস্ত এসআই আকবর গ্রেফতার হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে। তবে এ তথ্য ঠিক নয় বলে জানায় পিবিআই। এদিকে, দুপুরে নগরীর আখালিয়ায় রায়হানের বাড়িতে তার স্বজনদের সঙ্গে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পরিবারের সদস্যদের তিনি বলেন, রায়হানের মৃত্যুর ঘটনায় পুলিশের দুই একজন সদস্যের জন্য পুরো বাহিনী কলঙ্কিত হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে আইনশৃংখলাবাহিনী কাজ করছে বলেও জানান তিনি। অন্যদিকে, রায়হান হত্যার প্রতিবাদে সকালে কোর্ট পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সিলেটের ব্যবসায়ী ঐক্য পরিষদ। সমাবেশে ব্যবসায়ী জড়িতদের দ্রুত শাস্তির আওতায় না আনলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ব্যবসায়ীদের এ কর্মসূচির সঙ্গে সংহতি জানান পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ।