সিলেটে করোনা চিকিৎসায় শামসুদ্দিন হাসপাতালের পাশাপাশি একটি বেসরকারী হাসপাতাল যুক্ত হচ্ছে
- আপডেট সময় : ০৮:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সিলেটে করোনা রোগীদের সেবায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পর যুক্ত হতে যাচ্ছে একটি বেসরকারী মালিকানাধীন হাসপাতাল। কোভিড-১৯ আক্রান্তদের সেবায় এখন পর্যন্ত ১১টি ভেন্টিলেটর সহ ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল ব্যবহার হয়ে আসছিলো। সিলেটে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির অনুপাতে সেই সংখ্যা অনেকটাই অপ্রতুল,বলছেন সংশ্লিষ্টরা।
সিলেটে প্রতিনিয়ত বাড়ছে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা। এইমধ্যেই আক্রান্ত ৬ শতাধিক। কিন্ত করোনার চিকিৎসার জন্য রয়েছে একমাত্র ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। যেখানে ভেন্টিলেটর সুবিধা মাত্র ১১টি। তাই আক্রান্তের বেশির ভাগকেই বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
গত শনিবার সিলেট বেসরকারি হাসপাতাল এসোসিয়েশন এর উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট সিটি কর্পোরেশন ও বিএমএ’র সভায় শহীদ শামসুদ্দিন হাসপাতালের পাশাপাশি নর্থইস্ট মেডিকেল কলেজেও করোনা রোগীদের চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত হয়।
সিলেটের দক্ষিণ সুরমা এলাকার নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স,ভেন্টিলেটর সুবিধাসহ প্রস্তুত রয়েছে ২০০টি বেড। করোনা চিকিৎসার পাশা-পাশি অন্যান্য রোগীদের সেবাও অব্যাহত থাকবে বলে জানান মেডিকেল কর্তৃপক্ষ।
করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে সার্বিক প্রস্তুতি রয়েছে নর্থইস্ট মেডিকেল কলেজের।এখন শুধু স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমতির অপেক্ষা।