সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মী রুহুল আমিনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মী রুহুল আমিনের মৃত্যু হয়েছে।
গেল রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা নার্সেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রুহুল আমিন নার্সিং কর্মকর্তা হিসেবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কর্তব্যরত ছিলেন। দায়িত্বরত অবস্থায় বাংলাদেশে প্রথম পুরুষ নার্স হিসেবে মারা গেলেন তিনি। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন রুহুল আমিন।