সিলেটে করোনা টেস্ট নিয়ে ভোগান্তির শিকার বিদেশগামী যাত্রীরা
- আপডেট সময় : ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সিলেটে বিদেশগামী যাত্রীরা করোনা টেস্ট নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। সিরিয়াল পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু, দালালদের টাকা দিলে মূহুর্তেই কাজ হয়ে যায় বলে অভিযোগ করেছেন যাত্রীরা। সিভিল সার্জন বলছেন, অভিযোগের সাথে কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বিদেশ যাত্রীদের বিমানে উঠতে কমপক্ষে ৩দিন আগে, করোনা পরীক্ষার ফলাফল দেখাতে হয় কর্তৃপক্ষকে। ফলাফল নেগেটিভ এলেই বিমানে ওঠার অনুমতি মেলে। এজন্য প্রতিদিনই সিলেটসহ বিভাগের অন্যান্য জেলার শত শত বিদেশগামী যাত্রীরা ভিড় করেন সিভিল সার্জন কার্যালয়ে।
সকাল ৮থেকে দুপুর ১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও সিরিয়াল পাচ্ছেনা বলে অভিযোগ সাধারণ যাত্রীদের। কিন্তু, দালালের মাধ্যমে একসাথে অনেকের আবেদন গ্রহণ করছে সিভিল সার্জন অফিস।কেউ কেউ বলছেন, বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে সরাসরি চুক্তির মাধ্যমে কাজ করে দিচ্ছে কিছু কর্মচারি।অফিসের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবেন বলে জানান, সিভিল সার্জন।রেমিট্যান্স যোদ্ধাদের সেবা দানে স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ কামনা করছে প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের বাসিন্দারা।