সিলেটে নেমে যাচ্ছে বন্যার পানি : বাড়ি ফিরতে শুরু করেছে বানভাসিরা
- আপডেট সময় : ০৬:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সিলেটে বন্যার পানি সরে যাওয়ার পর, আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে বানভাসিরা। কিন্তু, স্রোতে ঘর-বাড়ি ভেঙ্গে পড়ায় নতুন করে আশ্রয়হীন হয়ে পড়ছে তারা। এদিকে, সদরসহ ৯ উপজেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিত অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন বাহিনীসহ সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
সিলেটের ওসমানীনগর বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ বিয়ানীবাজার জকিগঞ্জ কোম্পানীগঞ্জ ও সিলেট সদরসহ ৮ উপজেলা ও মৌলভীবাজারের বড়লেখা, জুড়ী, কুলাউড়াসহ ৪ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব উপজেলার নিম্নাঞ্চলের বাড়ি-ঘর এখনও পানির নিচে তলিয়ে আছে। খোলা আকাশের নিচে আছে বহু পরিবার।
সেনাবাহিনীর কর্মকর্তা বলছেন তারা ত্রাণ বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। এখনও বহু মানুষের ঘর-বাড়ি পানিতে নিমজ্জিত আছে পানি নেমে গেলে গৃহ নির্মাণেরও পাশে থাকবে সেনা বাহিনী।
পানিতে ডুবে মানুষ মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে বলে জানালেন সিলেট স্বাস্থ্য বিভাগের এই পরিচালক।
বন্যার পানিতে যাদের ঘর-বাড়ি ভেঙ্গে পড়ে যারা আশ্রয় হীন হয়েছে তাদের বাসস্থান নির্মাণে সরকারের সহযোগীতা চাইছেন ক্ষতিগ্রস্থরা।