সিলেটে বন্যার্ত পরিবারের পাশে রিয়াজ-নিপুণ-সাইমনরা!
- আপডেট সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিলেট-সুনামগঞ্জে। এতে দুর্বিষহ সময় পার করছেন পানিবন্দি মানুষরা। এসব অসহায় মানুষের জন্য ত্রাণ নিয়ে সিলেটে ছুটে গেলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য চিত্রনায়ক রিয়াজ, নিপুণ, সাইমন ও জেসমিন।
জানা গেছে, বুধবার (২২ জুন) সিলেটের গোয়াইন ঘাট, মেওয়ার কান্তি ও লক্ষ্মীনগর এলাকায় দুই হাজার ৫০০ পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন চলচ্চিত্র অঙ্গনের এই তারকারা। খাবারের সঙ্গে নগদ অর্থও সহায়তা প্রদান করেছেন তারা।
চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘এখানে সত্যিই অনেক কষ্ট করছে মানুষ। সরকার ও স্থানীয় প্রশাসন নিজ নিজ জায়গা থেকে কাজ করছে। পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন অনেকে। আমি বিত্তবানদের কাছে অনুরোধ জানাব, তারা যেন বানভাসিদের সহযোগিতায় এগিয়ে আসেন।’
অভিনেত্রী নিপুণ বলেন, ‘সিলেটবাসীর এই বিপদের দিনে আমাদের শিল্পীদের মনে হয়েছে তাদের পাশে থাকা দরকার। তাই চলে এসেছি। এখানে আমার ২ হাজার ৫০০ পরিবারকে আমার ত্রাণ ও নগদ টাকা দেবো শিল্পী সমিতির পক্ষ থেকে। তার পাশাপাশি সবাইকে আহ্বান করবো আপনারাও পাশে থাকুন।’
সাইমন সাদিক বলেন, ‘বানভাসিদের এই দুর্বিষহ সময় আমাদের পাশে দাঁড়ানো উচিত। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যথাসম্ভব সহায়তা নিয়ে এসেছি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা বন্যাকবলিতদের পাশে দাঁড়ান, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’
উল্লেখ্য, এর আগে আরও কয়েকজন তারকা বানভাসিদের জন্য সহায়তা দিয়েছেন। খল অভিনেতা ডিপজল ১০ ট্রাক খাবার দিচ্ছেন, চিত্রনায়ক অনন্ত জলিল ৩০ লাখ টাকার সহযোগিতা করছেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে সহায়তা পাঠানো ছাড়াও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শাকিব খান।