সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

- আপডেট সময় : ০১:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
বিএনপির সহযোগি সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে তারুণ্যের সমাবেশে দলীয় নেতাকর্মিদের ঢল নেমেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিকেলে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে বিকাল ৩টায়।
বিকেলে সমাবেশ শুরু কথা থাকলেও সকাল থেকেই মাঠে আসতে থাকেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।এরই মধ্য বিশাল মাঠেরএকাংশ নেতাকর্মিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
অন্যদিকে তারুণ্যের সমাবেশ স্থলের দুই কিলোমিটার দূরে নগরের রেজিস্টারি মাঠে একই সময়ে তারুণ্যের জয়যাত্রা নামে পাল্টা সমাবেশ ডেকেছে আওয়ামী যুবলীগ। নিজেদের কর্মসূচিতে প্রচুর লোক জমায়েত করে শক্তি সম্পর্কে জানান দিতে চাচ্ছে উভয়পক্ষ। উভয়দলই কর্মসূচি সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে আছে।