সিলেটে ভারী যানবাহন প্রবেশ ঠেকানোর অজুহাতে প্রবেশ দ্বার গুলোতে স্থাপন করা হয়েছে বেরিকেড
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সিলেট নগরীতে ভারী যানবাহন প্রবেশ ঠেকানোর অজুহাতে প্রবেশ দ্বার গুলোতে স্থাপন করা হয়েছে বেরিকেড।
এতে কয়েক মিনিটের রাস্তা পার হতে পুরো শহর ঘুরে আসতে হচ্ছে। এতে সময় লাগছে কয়েক ঘন্টা। নগরিকদের অভিযোগ ফায়ার সার্ভিসসহ জরুরি প্রয়োজনীয় গাড়িও বাধাগ্রস্ত হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তাগুলোতে । কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এতে যানজটসহ দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। নিত্যপন্যসহ জরুরী সেবাদানকারী গাড়ী নগরীতে প্রবেশ করতে পারছে না। এতে সেব দানকারী প্রাতিষ্ঠান গুলো পড়েছে বিপাকে। অবিলম্বে নগরীর প্রবেশ দ্বার থেকে ব্যারিকেড তুলে নেয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।