সিলেটে ভিন্ন ধরনের এক ফেস শিল্ড তৈরি করে দাঁতের চিকিৎসা অব্যাহত
- আপডেট সময় : ০১:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সিলেটে ভিন্ন ধরনের এক ফেস শিল্ড তৈরি করে দাঁতের চিকিৎসা অব্যাহত রেখেছে হলি ডেন্টাল কেয়ার। সরকারি বা বেসরকারি উদ্যোগে এই ফেস শিল্ড বাজারজাত করলে সংক্রমনের ঝুঁকি কমার পাশাপাশি রোগীরা পাবেন প্রকৃত চিকিৎসা সেবা। নিজের এবং রোগীর সুরক্ষায় এটি বেশ কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিলেট থেকে আবু বকর আল আমিনের প্রতিবেদন।
করোনা কালে অন্যান্য রোগের চিকিৎসায় টেলিমেডিসিন সেবা চালু হলেও দাঁতের রোগ নিয়ে বিপাকে আছেন দাঁতব্য রোগীরা। করোনা সংক্রমন এড়াতে যেখানে ৩ ফুট দুরত্বে অবস্থানের কথা বলা হয়েছে। সেখানে ডেন্টিস্টরা মানুষের মুখের ৬ ইঞ্চি কাছে গিয়ে চিকিৎসা দিতে হয়। ডেন্টাল চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি টারবাইন হ্যান্ডপিস-এর বাতাস, পানি ও মুখের লালা মিশে এরোসল তৈরী হয়। যা একজন ডেন্টিস্টের জন্য করোনা সংক্রমন ঝুঁকির বিশাল কারণ হতে পারে।এ কারণে এমন গুরুত্বপূর্ণ চিকিৎসার রূট ক্যানেল,স্কেলিং ফিলিংসহ অন্যান্য চিকিৎসা সেবা অনেকটাই বন্ধ রেখেছে দেশ-বিদেশের ডেন্টিস্টরা।
মানুষের দূর্ভোগ কমাতে এবং নিজে সুরক্ষিত থেকে ভিন্ন ধরনের এক ফেস শিল্ড তৈরী করে দাঁতের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন সিলেটের একজন ডেন্টাল সার্জন। স্বল্প খরচে নির্মিত এই ফেস শিল্ড-এর মাধ্যমে চিকিৎসক এবং রোগীর মাঝে শুধু যে একটা ফিজিক্যাল বাউন্ডারি দেয়া হচ্ছে তা নয়, এটার সাথে হাই ভ্যাকুয়াম যুক্ত করা হয়েছে। যা এ্যারোসল যুক্ত বাতাসকে টেনে নেবে। ফলে চিকিৎসক অনেকটাই ঝুঁকি মুক্ত থাকবেন।
সিলেট ডাক্তার আরিফের এই প্রযুক্তি গ্রহনযোগ্যতা পাচ্ছে দেশ বিদেশের অনেক ডেন্টস্ট ও চিকিৎসকদের কাছে।
প্রচলিত পদ্ধতিতে ডেন্টিস্টদের চিকিৎসা সেবা দেয়া তাদের নিজেদের করোনা সংক্রমন ঠেকাতে যথেষ্ঠ নয়, তাই এই ফেস শিল্ড তৈরি সরকারি বা বেসরকারি উদ্যোগে বাজারজাত করলে সংক্রমনের ঝুঁকি কমার পাশাপাশি রোগীরাও পাবে প্রকৃত চিকিৎসা সেবা।