সিলেটে যে কোন সময় দেখা দিতে পারে আকস্মিক বন্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটে সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘন্টায় অবস্থার আরো অবনতির আশংকা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যে কোন সময় দেখা দিতে পারে আকস্মিক বন্যা।
আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের বরাক অববাহিকা, মিজোরাম ও ত্রিপুরা প্রদেশের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সুরমা, কুশিয়ারা, গোমতী, মনু, তিতাস, খোয়াই ও ফেনী নদীর পানি দ্রুত বাড়তে পারে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, মে মাসে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।