সিলেটে রায়হান হত্যা মামলায় এএসআই আশেক-ই-এলাহীর ৫ দিনের রিমান্ড
- আপডেট সময় : ০৬:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের বহিস্কৃত এএসআই আশেক-ই-এলাহীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে এই মামলায় ২৪ অক্টোবর গ্রেপ্তার হওয়া বহিস্কৃত পুলিশ কনস্টেবল হারুনুর রশীদকে ২য় দফায় ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
দুপুরে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন। বিকাল ৩টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করে পিবিআই। এর আগে বুধবার রাতে পুলিশ লাইন্স থেকে সাময়িক বহিস্কৃত আশেক-ই এলাহিকে গ্রেপ্তার করা হয়। তিনি বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন। এ নিয়ে এই মামলায় ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হলো। বুধবার দু’দফা রিমান্ড শেষে কন্সটেবল টিটু চন্দ্র দাসকে আদালতে হাজির করা হলে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক জিয়াদুর রহমান। পিবিআই’র পুলিশ সুপার খালেকুজ্জামান জানান, মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবর ভুইয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ১১ অক্টোবর পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন রায়হান।