সিলেটে রায়হান হত্যা মামলার অভিযোগপত্র আগামী দুই সপ্তাহের মধ্যেই
- আপডেট সময় : ০৪:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হান হত্যা মামলার অভিযোগপত্র আগামী দুই সপ্তাহের মধ্যে দেয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে, পুলিশের অপরাধের তদন্ত পুলিশ করলে মূল ঘটনা আড়াল হতে পারে উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন রিটকারী
বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের বেঞ্চে এ বিষয়ে করা রিটের শুনানি হয়। আগামী ১৬ই নভেম্বর পর্যন্ত শুনানি মূলতুবি করেছে আদালত। পালিয়ে থাকা মামলার মূল আসামি এস আই আকবরকে পুলিশ এখনো ধরতে পারেনি বলেও এক রিটের শুনানিতে স্বীকার করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গত ১০ অক্টোবর রাতে সোর্সের তথ্যের ভিত্তিতে এসআই আশেক এলাহীর নেতৃত্বেই রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। এমন দাবি তদন্ত কর্মকর্তাদের। ফাঁড়িতে আনার পর নির্যাতন চালানো হয় রায়হানের উপর। নির্যাতনে অসুস্থ হয়ে ১১ অক্টোবর ভোরে তিনি মারা যান। এই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী। মামলাটির তদন্ত করছে পিবিআই। রায়হানকে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পায় পুলিশের তদন্ত কমিটি । তাদের সুপারিশেই বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করে নেয়া হয়।