সিলেটে রেজিস্ট্রেশনবিহীন ও চোরাই গাড়ি বিক্রির অভিনব প্রতারণা
- আপডেট সময় : ০৭:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
সিলেটে পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তাদের নাম, ছবি ও নাম্বার ব্যবহার করে চলছে রেজিস্ট্রেশনবিহীন ও চোরাই গাড়ি বিক্রির অভিনব প্রতারণা।
সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে প্রতারক চক্রের সদস্য অপু মিয়াকে আটকের পর ওঠে এসেছে এমন তথ্য।
সিলেট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আরব আমিরাত প্রবাসী শেখ মোরশেদ আহমদের অভিযোগের তদন্তের প্রেক্ষিতে প্রতারক অপু মিয়াকে আটক করা হয়। অভিযোগকারী প্রবাসীর কাছে অভিযুক্ত ১৯ লাখ টাকার বিনিময়ে তিনটি গাড়ি বিক্রি করেন। গাড়ির জাল কাগজ তৈরিতে বিআরটিএ অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন জনের স্বাক্ষর জাল করেন তিনি। পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে কাগজ তৈরি করে দিচ্ছেন বলেও দাবি করেন। আটক অপুর কাছ থেকে এসপিসহ বিভিন্ন কর্মকর্তার সিল ও ভিন্ন ভিন্ন নাম্বার ব্যবহার করা দশটি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রতারকচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।