সিলেটে শিশু হত্যার ঘটনায় গ্রেফতার আয়াকে আদালতে প্রেরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সিলেট সরকারি ছোটমনি নিবাসো দুই মাস এগারো দিন বয়সী এক ছেলে শিশু কে হত্যার ঘটনায় গ্রেফাতর আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। দোষ স্বীকার করে ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রেটের কাছে জবানবন্দি দেয়া কথা রয়েছে তার।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, রাতের বেলা কান্না করাই কাল হয়ে দাঁড়ায় দুই মাস এগারো দিন বয়সী শিশুটির। কান্নায় বিরক্ত হয়ে দেখ ভালের দায়িত্বে থাকা আয়া তাকে ছুঁড়ে ফেলে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে। প্রায় ২০ দিন পর এমন লোমহর্ষক ঘটনাটি ধরা পড়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরায়। অভিযোগ আছে খুনের প্রমানাধি গোপনের চেষ্টা করেন ছোটমণি নিবাসের কয়েকজন কর্মকর্তা, ধামাচাপা দিতে অপমৃত্যুর মামলাও করা হয়-আর সেই মামলার তদন্তে বেরিয়ে আসে ঐ অমানবিক ঘটনা। পুলিশ জানিয়েছে মুল হোতা আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকাকে গ্রেফতারের পর হত্যার কথা স্বীকার করেছে।