সিলেটে শুরু হয়েছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বিপণন কার্যক্রম
- আপডেট সময় : ০৮:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
জৈব প্রক্রিয়ায় কৃষি জমিতে উৎপাদন বাড়ানো ও কৃষি জমির উর্বরতা সুরক্ষায় সিলেটে শুরু হয়েছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বিপণন কার্যক্রম। তবে মাটির গুণাগুণ ধরে রাখতে কার্যকরী জৈব সার বিপণনের জন্য এখনো কৃষকদের লাইসেন্স প্রদান করেনি কৃষি বিভাগ।
সিলেট অঞ্চলের মোট কৃষিজ জমির ৯৫ শতাংশই রাসায়নিক সারনির্ভর। আর কৃষি উৎপাদনের আদি এই ভূমিগুলো দিনদিন হারাচ্ছে মাটির জৈবিক গুনাগুন। এসব জমিতে উৎপাদিত ফসলের স্বাদেও দেখা দিচ্ছে তারতম্য। জমির মাটির সঠিক পরিচর্যা ও গুনাগুন ধরে রাখতে সীমিত আকারে সিলেটের কৃষকদের মাঝে উৎপাদন শুরু হয়েছে “কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। “আমার পৃথিবী” কৃষি খামারে উৎপাদিত এই জৈব সার সিলেটের চা বাগানগুলোতেও ব্যবহার শুরু হয়েছে।
ভার্মি কম্পোষ্ট বা কেঁচোসার ব্যবহারে মাটির পানি ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করে এবং বায়ু চলাচল বৃদ্ধি পায়। এটি মাটির বিষাক্ততা দূর করে উর্বরতা শক্তি বৃদ্ধি করে। কিন্তু এই জৈব সার উৎপাদন ও বিপননের জন্য কৃষি বিভাগ উদাসিন বলেই অভিযোগ কৃষকদের। তবে, কৃষি কর্মকর্তারা জানালেন, কেঁচোসার উৎপাদন ও বিপননের জন্য প্রতিটি উপজেলায় একজন করে কৃষককে লাইসেন্স প্রদান করা হবে। জৈব সার ব্যবহারের মাধ্যমে ফসলের পুষ্টিগুন সমুন্নত রাখার প্রত্যাশা প্রান্তিক কৃষকদের।