সিলেটে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ২২৫টি পশুর হাটে বেচাকেনা শুরু
- আপডেট সময় : ০১:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সিলেট বিভাগের বিভিন্ন স্থানে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ২২৫টি পশুর হাটে বেচাকেনা শুরু হয়েছে। হাটের চেয়ে খামারে খামারেই বেশি চলছে বেচাকেনা। অফলাইনের পাশাপাশি অনলাইনেও দেশ-বিদেশ থেকে ক্রেতারা কোরবানীর পশু কিনছেন। এদিকে রংপুরে পশুর সরবরাহ বেশি থাকলেও চড়া দামের কারণে ক্রেতারা হতাশ। অন্যদিকে কাংখিত দামে গবাদিপশুর বিক্রি না বাড়ায় হতাশ বিক্রেতারাও।
প্রবাসী অধ্যূষিত সিলেটে কোরবানীর পশুর হাট জমতে শুরু করেছে। বিভাগের ২২৫ টি হাটেই ক্রেতা বিক্রেতার উপস্থিতি থাকলেও বিকিকিনি তেমন একটা নেই। ক্রেতারা দেখেশুনে দরদাম করেই ফিরে যাচ্ছেন। অপরদিকে খামারে খামারে বেড়ে ওঠা কোরবানীর পশুর আকর্ষণে ছুটছেন অনেক ক্রেতা। অনলাইন আর অফলাইনে জমে ওঠেছে বিকিকিনি। হাটের নোংরা পবিরেশ, দালালদের উপদ্রব সব মিলিয়ে হাট বিমুখ হচ্ছেন সিলেটের ক্রেতারা।
খামারে প্রাকৃতিক খাদ্যে পশু প্রতিপালনের জন্য ক্রেতাদের আকর্ষণও বাড়ছে। তবে হাটে পশুর আমদানি পুরোপুরি না হওয়ায় দামও যেমন চড়া, তেমনি বিকিকিনিও কম।
এদিকে, রংপুরের ছোট বড় কুরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো থাকলেও হাটে নেই কাংখিত বেচা কেনা । চলছে ক্রেতা- বিক্রেতাদের দরকষা- কষি ।
গো-খাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দাম অনেক চড়া বলে জানান, বিক্রেতারা
ঈদকে ঘিরে জেলার প্রত্যেক হাটেই মেডিকেল টিম কাজ করছে বলে জানান, প্রাণী সম্পদ কর্মকর্তা
সট : ডাঃ সিরাজুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, রংপুর।
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে পশুর হাটগুলো।
এসএটিভি নিউজডেস্ক।