সিলেট নগরীর গণপরিবহন সঙ্কট দূর করতে এবার চালু হয়েছে ‘নগর এক্সপ্রেস’

- আপডেট সময় : ০৩:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সিলেট নগরীর গণপরিবহন সঙ্কট দূর করতে এবার চালু হয়েছে ‘নগর এক্সপ্রেস’। যানজটমুক্ত করে সড়কে শৃংখলা ফেরাতে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রথমবারের মতো চালু হওয়া এই নগর এক্সপ্রেসে থাকছে আধুনিক নানা সুযোগ-সুবিধা। মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিস-সহ এই গণপরিবহনে যাত্রীদের জন্য থাকছে ফ্রি ওয়াইফাই সুবিধা।
২৬ বর্গ কিলোমিটার আয়তনের সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে নগর এক্সপ্রেস নামের এই গণ পরিবহন। ২১টি বাস নিয়ে পর্যটন নগরী সিলেটে চালু হওয়া ‘নগর এক্সপ্রেস’ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই আধুনিক গণপরিবহন চালুর মধ্য দিয়ে নাগরিক সুবিধায় আরো এক ধাপ এগিয়ে গেলো সিলেট সিটি কর্পোরেশন। যাত্রীদের জন্য নগর এক্সপ্রেসের সুবিধাগুলোর বর্ণনা দিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
এই নগর পরিবহনে কম খরচে যাত্রীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতে সিটি কর্পোরেশনকে সহায়তা দিচ্ছে নিটল-টাটা গ্রুপ। প্রাথমিকভাবে টুকের বাজার থেকে মেডিকেল রোড হয়ে হেতিমগঞ্জ, টুকের বাজার থেকে বন্দর টু বটেশ্বর, সুরমা মার্কেট পয়েন্ট থেকে হেতিমগঞ্জ ও এয়ারপোর্ট থেকে কদমতলী হয়ে মোগলাবাজারের হাজীগঞ্জে যাবে নগর এক্সপ্রেসের এসব বাস।