সিলেট বিমানবন্দরে ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর মঈনুল ইসলাম সাকিলের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কাস্টমসের উপ পরিচালক মো. আল আমিন। তিনি জানান, ওই ব্যক্তির কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য কোটি টাকার উপরে বলে জানা গেছে। সকালে আবুধাবি থেকে ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এসময় মঈনুল ইসলামের লাগেজ তল্লাশি করে অবৈধভাবে আনা স্বর্ণ পাওয়া যায়। গত ২৭ মে ওসমানী বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। দুবাইয়ের একটি ফ্লাইটে আসা আলী আহমদ নামের ওই যাত্রী নেবুলাইজার মেশিনের ভেতরে করে স্বর্নের ১১টি পাত নিয়ে এসেছিলেন।