সিলেট সানরাইজার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে মিনিস্টার গ্রুপ ঢাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে সিলেট সানরাইজার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে মিনিস্টার গ্রুপ ঢাকা শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে ৫৯ রান। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল
কোমরের ব্যথার কারণে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। অবশেষে চতুর্থ ম্যাচে এসে ডানহাতি এই অভিজ্ঞ পেসারকে নিয়েই নেমেছে মিনিস্টার ঢাকা। সিলেট সানরাইজার্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি ঢাকা। মাশরাফিকে প্রথম দিকে পাওয়া যাবে না আগেই জানিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আরাফাত সানির পরিবর্তে তিনি একাদশে জায়গা পেয়েছেন। এদিকে সিলেটও মাঠে নেমেছে এক পরিবর্তন নিয়ে। কেসরিক উইলিয়ামের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন লেন্ডল সিমন্স।