সিলেট সিটি নির্বাচনে প্রচারণায় বাঁধ সেজেছে বৈরি আবহাওয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১৮৫২ বার পড়া হয়েছে
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে শেষ মূহুর্তের প্রচারণায় বাধ সেজেছে বৈরি আবহাওয়া। সিলেটের ভোট ছিনিয়ে নিতে বহিরাগতদের সমাগম ঘটানো হচ্ছে বলে অভিযোগ জাতীয় পার্টির প্রার্থীর। বিষয়টি আওয়ামী লীগ বিষয়টি অস্বীকার করলেও রিটার্নিং কর্মকর্তা দুটি কলেজে সতর্কতা নোটিশ পাঠিয়েছেন।
নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি শেষ করছে নির্বাচন কমিশন।সিসিক নির্বাচনের ১৯০টি কেন্দ্রের মধ্যে ১৩২টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১৮টি ওয়ার্ডের সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ভোটের দিন শুধু পুলিশই থাকবে ২ হাজার ৬ শতাধিক। এছাড়া নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী পুলিশের সহায়তায় মোতায়েন থাকবে রেব ও বিজিবি। সিলেট সিটি করপোরেশনে ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। বুধবার প্রথমবার একযোগে ইভিএমে ভোটগ্রহণ হবে।