সিলেবাস শেষ না হওয়ায় ১ মাস পিছিয়েছে এইচএসসি পরীক্ষা
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাইয়ে নেয়ার কথা থাকলেও সিলেবাস শেষ না হওয়ায় তা পিছিয়ে যাচ্ছে।
আগামী অগাস্টে এই পাবলিক পরীক্ষা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন। তবে কবে পরীক্ষা শুরু হয়ে কবে শেষ হবে, সেই দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
তপন সরকার বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসির নির্বাচনী পরীক্ষা এক মাস পিছিয়ে দেয়া হয়েছে। চলতি বছর ১৫ মাস সরাসরি ক্লাস নেয়ার সুযোগ পেলেও অনেক কলেজ সিলেবাস শেষ করতে পারেনি।