সীতাকুণ্ডের আগুনে দগ্ধ চিকিৎসাধীন ২০ জনের অবস্থা আশঙ্কাজনক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডের আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহত দগ্ধদের সবশেষ অবস্থার ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান, বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে থাকা একজনের অবস্থা খারাপ হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বাকিরা স্থিতিশীল আছেন। তবে, রোগীর দগ্ধতা ৪ শতাংশ হোক, আর ১২ শতাংশ হোক, বাড়ি না ফেরা পর্যন্ত ঝুঁকিমুক্ত বলা যাবে না বলেও জানান তিনি।