সীতাকুণ্ডের বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু; এ পর্যন্ত মারা গেছে ৪৪ জন
- আপডেট সময় : ০৩:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে বিস্ফোরণে চিকিৎসাধীন মাসুদ রানার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে দায়িত্বরত জেলা এস আই আলাউদ্দিন তালুকদার এই তথ্য জানান। মাসুদ রানা জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের দিন গুরুতর দগ্ধ অবস্থায় মাসুদ রানাকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় তার।
সীতাকুন্ডে আগুনে দগ্ধরা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল ঘোষ। দুপুরের প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য দেন তিনি।
তবে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ১৭ জনের অবস্থা ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে বলে জানান সামন্ত লাল। তবে কেউই শঙ্কামুক্ত নন বলেও উল্লেখ করেন তিনি। অবস্থার উন্নতি হওয়ায় একজনের লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। ৩ জন এখনো আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়া, চক্ষুবিজ্ঞান ইনন্সিটিউটে আরো ৬ জন চোখের সমস্যা চট্টগ্রাম থেকে এসেছে। তাদের মধ্যে ২ জনকে বার্ন ইন্সস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। কেমিকেল ও গ্যাসের কারণে চোখে সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানান পরিচালক আবুল কালাম। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে মোট ৭৩ জন চিকিৎসাধীন রয়েছেন।