সীতাকুণ্ডের শীপ ব্রেকিং ইয়ার্ডে প্রকাশ্যেই অবৈধভাবে বার্জ, ফেরিসহ লোকাল নৌযান তৈরী করা হচ্ছে
- আপডেট সময় : ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীপ ব্রেকিং ইয়ার্ডে প্রকাশ্যেই অবৈধভাবে বার্জ, ফেরিসহ লোকাল নৌযান তৈরী করা হচ্ছে। সরকারকে রাজস্ব ফাঁকি দিতে পরিত্যক্ত জাহাজের অব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে বানানো হচ্ছে এসব নৌযান। পর্যবেক্ষকরা বলছেন, এতে নৌপথে ঝুঁকি বাড়ছে। আর প্রশাসন বলছে, জাহাজ ভাঙ্গার অনুমতি নিয়ে কেউ নৌযান বানানোর চেষ্টা করলে বাতিল করা হবে ইয়ার্ডের অনুমোদন।
সীতাকুণ্ডের বারো আউলিয়া এলাকার মেসার্স আর এ শীপ ব্রেকিং ইয়ার্ডের ভেতরের চিত্র এটি। খাতা কলমে পুরনো জাহাজ ভাঙ্গার অনুমতি নিলেও এখানে এখন তৈরী করা হচ্ছে বার্জ, ফেরীসহ বিভিন্ন ধরনের ছোট-বড় নৌযান। আর প্রকাশ্যে নোঙর করে রাখা হয়েছে নবনির্মিত দুটি নতুন বার্জ। দুই এক দিনের মধ্যেই এগুলো নদী অথবা সাগরে অপারেশনে যাবে।
এসব বার্জের ফিটনেস কি, নৌপথে চলাচলের উপযোগী কি না, তার কোন তথ্যই নেই কারো কাছে। অনুমোদনহীন এসব বার্জ বানোনোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাহাজ ভাঙ্গা শিল্পের পর্যবেক্ষকরা। মেসার্স আর এ শীপ ব্রেকিং ইয়ার্ড ছাড়াও অন্তত ৭টি ইয়ার্ডে অবৈধভাবে বার্জ তৈরীর অভিযোগ রয়েছে। তবে তা অস্বীকার করেছেন ইয়ার্ড মালিকরা।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বেশ কয়েকটি শিপ ইয়ার্ডে অবৈধ নৌযান তৈরীর অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পেলে, ইয়ার্ডের ইজারা বাতিলসহ আইনগত পদক্ষেপ নেয়া হবে। জাহাজ ভাঙ্গা শিল্পে বিশ্বের প্রথম স্থানে বাংলাদেশ। জাহাজ নির্মাণ ক্ষেত্রেও এগিয়েছে অনেক। কিন্তু অসাধু ইয়ার্ড মালিকদের অনৈতিক কার্যক্রমে পুরো সেক্টরই ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।