সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই এবার বসিলায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা
- আপডেট সময় : ০২:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই এবার রাজধানী ঢাকার বসিলায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাত সোয়া ১০টার দিকে, মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার হাউজিংয়ের আহমেদ ফুটওয়ার নামে একটি জুতার কারখানায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আরো দুটি ইউনিট যুক্ত হয়ে মোট ৪টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান বলেন, অগ্নিকান্ডের সময় রাতে উপরের ফ্লোরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তিনতলা বিশিষ্ট ভবনটিতে নিজস্ব কোনো অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় এর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান এ কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ভবন জুড়েই জুতার কারখানা ছিল। তবে উপরের ফ্লোরে আগুন লাগায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।