সীতাকুণ্ডে কনটেইনার ডিপো বিস্ফোরণে ৮ ফায়ার ফাইটারসহ এখন পর্যন্ত ৫০ জন
- আপডেট সময় : ০৯:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ৫০-এ দাঁড়িয়েছে। এর মধ্যে দমকল বাহিনীর সদস্যই আছে ৮ জন। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনীর দুটি বিশেষজ্ঞ দল টানা ২০ ঘন্টা চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। ঘটনার তদন্তে বন্দর, কাস্টমস, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন আলাদা আলাদা কমিটিও করেছে। রপ্তানীমুখী গার্মেন্টস পণ্যের কাছাকাছি কেমিক্যাল ও দাহ্য পদার্থ না রাখার নিয়ম থাকলেও ডিপো কর্তৃপক্ষ তা মানেনি বলে অভিযোগ উঠেছে।
টানা ঘন্টার পর ঘণ্টা সবকিছু ভষ্মিভুত করে কোন কোন এলাকায় নিভতে শুরু করেছে আগুন। নিভে যাওয়া এলাকাগুলোতে তল্লাসী চালালেই মিলছে লাশের সারি। একের পর এক প্লাস্টিকের ব্যাগে ভর্তি মরদেহগুলো নিয়ে আসছে উদ্ধারকারীরা। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া মরদেহগুলো দেখে চেনার উপায় নেই একেবারেই।
টানা ১৫ ঘন্টা ধরে নিজেদের সক্ষমতার সবটুকু ব্যবহার করেও আগুনের লেলিহান শিখাকে একটুও দমাতে পারেনি ফায়ার সার্ভিস। উপায়ন্ত না পেয়ে আহবান জানানো হয় সেনাবাহিনীকে। দুপুরের আগেই সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল যোগ দেয় আগুন নেভানোর কাজে।
৩৫টি ক্যাটাগরির আমদানী পণ্য খালাস আর শতভাগ রপ্তানী পণ্য জাহাজীকরণের কাজ করে থাকে ২১ টি বেসরকারী কন্টেইনার ডিপো। যা বন্দরের বর্ধিত অংশ হিসেবেও পরিচিত। ডিপো ব্যবহারকারীদের দাবি কন্টেইনার হ্যান্ডলিংয়ের আন্তর্জাতিক মানদণ্ড না মানায় তাজরিন গার্মেন্টেস ট্রাজেডির মতো আরেকটি বিপর্যয়ের আশংকা তৈরী হলো।
কাস্টমস কমিশনারের দাবি, হাটহাজারীর আল রাজী কেমিক্যাল ইন্ডাস্ট্রী নামের একটি প্রতিষ্ঠান ৩৩ কন্টেইনার হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানীর জন্য এই ডিপোতে নিয়ে আসে। যেখান থেকে বিস্ফোরণের পর বিপর্যয় নেমে আসে।
শনিবার রাত ৯ টার পর বিএম কন্টেইনার ডিপোর একটি কেমিকেলের কন্টেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহুর্তেই পুরো ডিপোটিই রুপ নেয় দাবানলে।ডিপো কর্তৃপক্ষ কেমিক্যালের বিষয়টি গোপন করায় শুরুতে সাধারণ আগুন ভেবে শুধু পানি দিয়ে মোকাবিলা করার চেষ্টা করে ফায়ার সার্ভিস।