সীমান্তবর্তী গারো পাহাড় এলাকা থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৬৬০ বার পড়া হয়েছে
শেরপুর ভারত সীমান্তবর্তী গারো পাহাড় এলাকা থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের গজনী বিটের বড়বেড়ি এলাকা থেকে বন বিভাগের কর্মকর্তারা মৃত হাতিটি উদ্ধার করেন।বন বিভাগ ও স্থানীয়রা জানায়, কয়েকজন গ্রামবাসী ঝিনাইগাতীর বড়বেড়ি এলাকায় বন্য হাতির মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের সংরক্ষণ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরা হাতিটি উদ্ধার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসু জানান, ময়নাতদন্ত শেষে মৃত হাতিটি ঘটনাস্থলের পাশেই মাটিচাপা দেয়া হবে।