সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত
- আপডেট সময় : ০২:৪৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে কয়েকঘণ্টার ব্যবধানে ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে’ দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এদের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় সীমান্তে পাওয়া গেছে। অপরজনের লাশ বিএসএফ নিয়ে গেছে।
সকালে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় সঙ্গীরা উদ্ধার করে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা জানায়, পাসপোর্ট না থাকায় হাসানুর রহমান কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে অত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে মুনতাজ হোসেন নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, ভোর রাতে মুনতাজ সীমান্তের ৮২ নম্বর মেইন পিলার দিয়ে মহিষ আনতে ভারতীয় অংশে প্রবেশ করেন। এ সময় ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুনতাজ। পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায়।