সীমান্তে শান্তি, বাণিজ্য সম্প্রসারণ ও করোনা মোকাবিলায় সহযোগিতা নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠক
- আপডেট সময় : ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয়গুলো সুরাহার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ও পরিবেশ-বান্ধব জ্বালানি সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেছেন দু’দেশের পররাষ্ট্র সচিবরা। দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার মধ্যে এই আলোচনা হয়।
দু’দিনের সফরে সকালে ঢাকায় আসেন হর্ষবর্ধন শ্রিংলা। বৈঠকের পর মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয়ের সমাধান নিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে শান্তি বজায় রাখা, বাণিজ্য বাড়ানো ও করোনা মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা গণমাধ্যম কর্মীদের বলেন, ডিসেম্বর মাস বাংলাদেশ ও ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১৬ ডিসেম্বর বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন। পরে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন শ্রিংলা। সফরের দ্বিতীয় দিনে বুধবার শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।