সীমান্ত এলাকায় করোনার সংক্রমণ বাড়ায় উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সীমান্ত এলাকায় করোনার সংক্রমণ বাড়ায় উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের চলতি বছরের বাজেট অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাবে তিনি এ কথা বলেন। কাল বৃহস্পতিবার বিকেল ৩টায় উত্থাপন করা হবে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট। এটি একাদশ সংসদের ১৩তম অধিবেশন আর বাংলাদেশের ৫০ তম বাজেট ঘোষণা।
বুধবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। এরপর শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।চলতি সংসদের কুমিল্লা-৫ আসনের সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং ঢাকা-১৪ আসনের সদস্য আসলামুল হক আসলামের মৃত্যুতে তাদের স্মরণে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সরকারদলীয় ও বিরোধীদলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার বাজেট পেশ এর পর দুই দিন বিরতি দিয়ে ৬ জুন থেকে বাজেট আলোচনা শুরু হবে। ৭ জুন সোমবার সম্পূরক বাজেট পাসের পর অধিবেশন আবারও মুলতবি করা হবে। টানা ৬দিন বিরতি দিয়ে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪ জুন শুরু হয়ে চলবে পরের চারদিন। ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।