সীমান্ত জটিলতায় নির্মাণ শেষ হয়নি খাগড়াছড়ি’র রামগড় স্থলবন্দরের
- আপডেট সময় : ০১:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
শীঘ্রই চালু হতে যাচ্ছে খাগড়াছড়ি’র রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম। সীমান্ত জটিলতায় অবকাঠামো নির্মাণ কাজ শেষ না হওয়ায় অস্থায়ী কাঠামোতে ইমিগ্রেশন চালু করছে বন্দর কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা বলছেন- এ বন্দর দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাতায়াত সহজ হবে।
সীমান্ত জটিলতায় মাঝপথেই আটকে আছে খাগড়াছড়ির রামগড়ের স্থলবন্দর অবকাঠামো নির্মাণ। নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আরও এক বছর বেড়েছে প্রকল্পের মেয়াদ। তবে, আমদানি-রপ্তানি না হলেও ইমিগ্রেশন কার্যক্রম শুরুর ব্যাপারে জোর তাগিদ ভারতীয় কর্তৃপক্ষের।
আগামী অক্টোবরেই পুরোদমে শুরু হবে মৈত্রী সেতু দিয়ে যাত্রী পারাপার। জানালেন, প্রকল্প পরিচালক।
স্থলবন্দরটি চালু হলে দু’দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারের পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থান হবে বলে জানানো হয়।
বন্দরটি পুরোপুরি চালু হলে কম খরচে খুব সহজেই চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো।