সীমান্ত পুরোপুরি বন্ধ না করায় ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর হয়েছে : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
সীমান্ত পুরোপুরি বন্ধ না করায় ভয়াবহ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট সারাদেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীতি নির্ধারণে আমলাদের উপর নির্ভর করায় সরকারের অব্যবস্থাপনা, দলীয়করণ এবং দুর্নীতি সবকিছুকেই গ্রাস করে ফেলেছে। যার কারণেই করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রয়াত ফজলুর রহমান পটলের মৃত্যু বার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, সরকারে অব্যবস্থাপনার কারণে দেশে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর রুপ ধারণ করেছে।
করোনাকালে জিডিপি প্রকৃতভাবেই নেমে গেছে দাবি করে তিনি বলেন, কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ।
সরকারের এমন অব্যবস্থপনা রুখতে জনগণ একদিন জেগে উঠবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।