সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মানব পাচাররোধে কাজ করছে বিজিবি
- আপডেট সময় : ০২:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ১৭৭০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মানব পাচাররোধে দক্ষতার সাথে কাজ করছে বিজিবি। তিনি বলেন, এ বাহিনীকে বিশ্বমানের আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। দেশমাতৃকা রক্ষায় বিজিবি নিরলস কাজ করছে জানিয়ে বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলা ও শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটানোর আহ্বান জানান সরকার প্রধান। সকালে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিজিবি’র ৭২ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৪ এর আনুষ্ঠানিক কুচকাওয়াজের এই অনুষ্ঠান। সকাল সাড়ে ৯টায় বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে সাথে নিয়ে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে চার কন্টিনজেন্ট ও জাতীয় পতাকাবাহী দলের সালাম ও অভিবাদন গ্রহণ করেন সরকার প্রধান। একইসঙ্গে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিজিবির ৭২ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের সীমান্ত রক্ষার পাশাপাশি, চোরাচালান, মানব পাচার, নারী ও শিশুপাচার রোধে বিজিবি দক্ষতার সাথে প্রশংসনীয় কাজ করছে।
বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলা ও শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটানোর আহাবান জানান সরকার প্রধান।
তিনি আরো বলেন, ‘৭৫ পরবর্তী কোনো সরকার দেশের সীমানা নির্ধারণে উদ্যোগ নেয়নি, যা জাতির জন্য দুর্ভাগ্যজনক।
বিজিবিকে আরো শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।